কুড়িগ্রামের উলিপুরে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগষ্ট) দুপুরে উলিপুর জাতীয়তাবাদী সেচ্ছাসেবক ও পৌর শাখার আয়োজনে ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করা হয়। র্যালিটি বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি তাসভীর উল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ সরকার, এরশাদুল হাবীব নয়ন, পৌর বিএনপি’র আহ্বায়ক নুর মোহাম্মদ। র্যালি শেষে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পৌর সদস্য সচিব হামিদুজ্জামানের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহঃ প্রচার সম্পাদক আকতারুজ্জামান রনি। এসময় তিনি বলেন, সেচ্ছাসেবক দল জনগণের দল। জনগণের কল্যানে কাজ করে থাকেন। সামনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচনে সেচ্ছাসেবক দল গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। এসময় তিনি নিবন্ধন ও মার্কা বিহীন দলকে হুশিয়ারী করে বলেন, হয় রাজনীতি করেন নাহলে চুপ থাকেন। আরও বলেন, র্যালি করার কারণে শহরে জন দূর্ভোগ হওয়ায় সকলের নিকট ক্ষমা প্রার্থনা করেন তিনি। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল আরমান, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আরিফ হোসেন কাজল, যুগ্ন আহ্বায়ক তৌফিক সেতু, উপজেলা সদস্য সচিব রাজ্জাকুল ইসলাম রিপন, পৌর আহ্বায়ক রাঙ্গা জামান। আলোচনা শেষে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্ন এবং ফলজ বৃক্ষরোপণ ও শহরের বিভিন্ন এলাকায় ডাস্টবিন স্থাপনা কর্মসূচির উদ্বোধন করা হয়