কুড়িগ্রামের উলিপুরে যাতায়তের রাস্তা থেকে ইট- খোয়া তুলে নিচ্ছে একটি সন্ত্রাসী গ্রুপ। প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করে কোন প্রতিকার না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। প্রতিকার না হলে যে কোন মহুর্ত্বে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে। স্থানীয়রা সন্ত্রাসী গ্রুপটিকে গ্রেফতারের দাবী জানিয়েছে।
উল্লিখিত বিষয়ের প্রেক্ষিতে একাধিক
অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম উলিপুর পৌরসভা এলাকার রামদাস ধনিরাম মৌজার উলিপুর- থেতরাই রাস্তা হতে মাঝিপাড়া পোদ্দার পাড়া হয়ে জুম্মারহাট রাস্তার চড়ুয়া পাড়া পর্যন্ত ব্রিটিশ আমলের মানুষের যাতায়তের রাস্তাটি নিজেদের দখলে নেয়ার উদ্দেশ্যে গত ২ মাস থেকে উল্লিখিত রামদাস ধনিরাম গ্রামের জয়নাল আবেদিন ওরফে মন্টু মিয়ার
২ পুত্র জাকারিয়া এবং জাকির হোসেনের নেতৃত্বে তাদের ভাই- বোন ও কয়েকজন আত্নীয় একটি সন্ত্রাসী গ্রুপ সৃষ্টি করে এবং একই সাথে স্থানীয় ক্ষমতার দাফট দেখিয়ে উল্লিখিত মানুষের যাতায়তের রাস্তাটি নিজেদের দখলে নেয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়। এজন্য বিশেষ করে ওই গ্রামের স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী, মসজিদে নামাজ পড়তে আসা মুছল্লিরা পড়েছে চরম বিপাকে। সন্ত্রাসী ওই গ্রুপটি রাস্তাটি সাবল- কোদাল দিয়ে খুঁড়ে রাস্তায় থাকা ইট ও খোয়া তুলে নিয়ে যাচ্ছে। প্রশাসনের চোখের সামনে এধরনের একটি বে- আইনি কার্যকলাপ দেখে
ভুক্তভোগী এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েছে। বিষয়টির প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষে ওই একই গ্রামের মৃত সাহেব আলীর পুত্র মোজাম্মেল হক মানিক প্রথমে গত ১২ সেপ্টেম্বর /২৪ইং, পৌর প্রশাসক, উলিপুর বরাবরে, পরে পূনঃরায় ১৩ফেব্রুয়ারি/২৫ইং এবং ০৮ এপ্রিল/২৫ইং পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, উলিপুর বরাবরে, ৩০ এপ্রিল/২৫ইং আবারও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এবং সর্বশেষ গত ২৬ আগস্ট/২৫ইং কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবরে এবং২৭ আগস্ট/২৫ইং আবারও উপজেলা নির্বাহী কর্মকর্তা উলিপুর ও বিভাগীয় কমিশনার রংপুর বরাবরে প্রতিকার চেয়ে আবেদন করলেও কাজের কাজ কিছু না হওয়ায় গ্রামবাসী একজোট হয়েছে। আশংকা করা হচ্ছে যেকোন মহুত্বে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে গ্রামবাসী। স্থানীয়রা বলছে চোখের সামনে এমন একটি
বে- আইনি কাজ হচ্ছে সেটি বারবার
অভিযোগ করেও কোন প্রতিকার না হওয়ায় স্থানীয় গ্রামবাসীরা আইন প্রয়োগকারী সংস্থা গুলোর প্রতি অসন্তোষ ও ক্ষোভে ফেটে পড়েছে। স্থানীয় সূধীজন বিষয়টি প্রতিকারের জন্য এই মুহুর্তে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপনের দাবী জানিয়েছে।