ঢাকাসোমবার , ২৭ অক্টোবর ২০২৫
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

৫ দফা দাবি আদায়ে কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি
অক্টোবর ২৭, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে পৌর শহরের গুরুত্বরপূর্ণ এলাকায় বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন জেলা আমীর মাও আব্দুল মতিন ফারুকী,সেক্রেটারি মাও. নিজাম উদ্দিন, কুড়িগ্রাম-২ আসনের জামায়েত প্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী, সহকারী সেক্রেটারি মাও. আব্দুল হামিদ মিয়া, জেলা শিবির সভাপতি মো. মোশারফ হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই শহিদদের রক্তে অর্জিত সরকার। এই সরকার যদি কোনো সাম্রাজ্যবাদী দখলবাজ শক্তির কাছে মাথা নত করে, তাহলে জনগণ আবারও রাজপথে নেমে নতুন বিপ্লবের ডাক দেবে। জুলাই গণ-অভ্যুত্থান বিরোধী সকল অপচেষ্টা রুখে দেবে জনগণ।
এছাড়াও কুড়িগ্রামে শাহাদৎ হওয়া রফিক হত্যার বিচার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান বক্তারা।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।