প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ৭:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ণ
কুড়িগ্রামে র্যাবের অভিযানে সাড়ে ১৭ কেজি গাঁজাজব্দ, ব্যবসায়ী আটক

মাদক ব্যবসায়ী মোঃ একরামুল হক উপজেলার নাওডাঙা ইউনিয়নের মৃত হযরত আলীর ছেলে।
র্যাব-১৩ জানায়,র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি অভিযানিক দল গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়িতে মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায়।এসময় ব্যবসায়ী মোঃ একরামুল হক (৪৪) এর শয়ন কক্ষের ওয়ারড্রব এর ভিতর থেকে ১৭.৬ কেজি গাঁজাসহ একরামুলকে আটক করে র্যাব-১৩
রংপুর র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান,আইনি প্রক্রিয়া শেষে মাদকব ব্যবসায়ী মোঃ একরামুল হককে ফুলবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫