সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের প্রেক্ষিতে— বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান জন্মান্ধ প্রবীণ গফুর মল্লিকের পাশে দাঁড়িয়েছেন। জীবনের শেষ প্রান্তে বেঁচে থাকার লড়াই করা ভূমিহীন ও নিঃসন্তান গফুর মল্লিক রাজবাড়ী সদর উপজেলার খোলা বাড়িয়া গ্রামে বসবাস করেন।
‘জীবনের শেষ প্রান্তে বেঁচে থাকার লড়াইয়ে অন্ধ গফুর!’— এই শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর সম্প্রতি তারেক রহমান-এর দৃষ্টিগোচর হয়। এরপর তিনি ‘আমরা বিএনপি পরিবারকে তার পাশে দাড়ানোর নির্দেশ দেন— তারেক রহমান।
আজ বৃহস্পতিবার, দুপুর ১২টায় (৩০ অক্টোবর ২০২৫) গফুর মল্লিকের সাথে সাক্ষাৎ করতে যান— ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
এই সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এসময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় গফুর মল্লিকের হাতে আর্থিক সহায়তা তুলে দেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

