ঢাকাবৃহস্পতিবার , ২৯ মে ২০২৫
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন রংপুরের মামলার আসামি কুড়িগ্রামের মজনু গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি
মে ২৯, ২০২৫ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে হামলায় অভিযুক্ত রংপুর কোতোয়ালি থানার মামলা নং- ১৭/৮০ তাং-১৪/০৩/২০২৫ইং এর
আসামি কুড়িগ্রাম আওয়ামিলীগ মদদপুষ্ট দাঙ্গাবাজ সন্ত্রাসী মামলাবাজ চোরাকারবারি মজনুকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল ২৬ মে প্রায় ভোররাতে কুড়িগ্রাম সদর ও উলিপুর থানা পুলিশের এক যৌথঅভিযানে মজনুকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাজে নিয়োজিত থাকা সদর থানার এসআই সাইফুল্লাহ মজনুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় ঝাকুয়া পাড়া গ্রামের মৃত: আব্দুস সামাদ মাস্টারের পুত্র মাহবুবুর রহমান মজনু রংপুরে অবস্থানকালে গত ১৯/৭/২০২৪ইং রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন হামলায় সরাসরি অংশ গ্রহন করে। এরই প্রেক্ষিতে রংপুর কোতোয়ালি থানায় মামলা নং ১৭/৮০ দায়ের হলে অবশেষে গতকাল ভোররাতে তাকে গ্রেপ্তার করে সকালে কুড়িগ্রাম থেকে রংপুরে নিয়ে যাওয়া হয়। আজ সকালে মজনুকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য মজনুর বিরুদ্ধে একটি হত্যা মামলা সহ তার বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। উপজেলা ও ইউনিয়ন পতিত আওয়ামিলীগ নেতার মদদপুষ্ট মজনু নিজ এলাকায় তার রাজনৈতিক ক্ষমতা জাহির করতে
শহরের কিছু বান্ডুলে রাজনৈতিক কর্মীর সাথে সখ্যতা গড়ে তুলে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আাসছিলো। মজনু পেশায় একজন সরকারি প্রাইমারীস্কুল শিক্ষক। তার নিজ গ্রামের অবসরপ্রাপ্ত সৈনিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকারের পুত্র মোঃ শামীম সরকারকে হত্যার চেষ্টায় মারপিট করে রক্তাক্ত জখম করায় উলিপুর থানার মামলা নং- ১৩/১১৯ তাং- ১১/৫/২০২২ ইং মামলায় হাজত বাস করায় সরকারি বিধি অনুযায়ী মজনু এখন সাময়িক বরখাস্ত রয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে এলাকার মালেক ও কমাল নামে দুই ব্যক্তিকে মারপিট করায় উলিপুর থানার প্রসিকিউশন মামলা নং- ৩৭/১৪ ও ৩৮/১৪ এবং একই এলাকার অপর বীরমুক্তিযোদ্ধা মো: আমজাদ হোসেনকে মারপিট ও তার ঘরবাড়ি ভাংচুর করায় গত ১০/১০/১৪ ইং উলিপুর থানায় অপর আরও একটি মামলা দায়ের হয়। এছাড়া মজনুর নামে বোনাপোল পোর্ট থানায় ভারত থেকে রূপা চোরাচালান যার মামলা নং- ৫২/১৪৮ তাং- ২৫/৩/ ২১ইং বিচারধীন রয়েছে। সর্বশেষ উলিপুর
থানার মামলা নং- ১৩/১১৯ তাং- ১১/৫/২০২২ইং, এর স্বাক্ষী মোঃ বিপ্লবকে স্বাক্ষ্য দিতে বাঁধা প্রদানের উদ্দেশ্যে তার শিশুপুত্র ফারদিকে হত্যার উদ্দেশ্য পারপিট করা হয়। বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ আকারে প্রকাশ হলেও উলিপুর থানার ওসি ও তদন্ত কর্মকর্তা শিশুটি যেহেতু রক্তান্ত হয়নি
এবং জখম স্পষ্ট নয় এই অজুহাতে আইনের ধারা দেখিয়ে ওই ঘটনায় বাদীর এজাহার রেকর্ড করেনি।
মজনুর গ্রেফতার হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়ায় গ্রামের অনেকেই সন্তোষ প্রকাশ করেছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।