সারাদেশে সাংবাদিক হত্যা গুম নির্যাতন হয়রানিমূলক মামলা ও গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে খুনের প্রতিবাদে এবং খুনিদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবীতে কুড়িগ্রাম জেলার রাজারহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪আগষ্ট) দুপুর ১টায় রাজারহাট বাজারের ট্রাফিক মোড়ে রাজারহাট উপজেলার সকল সাংবাদিকের ব্যানারে সাংবাদিকগণ মানববন্ধনে অংশগ্রহন করেন। এ সময় প্রতিবাদ সমাবেশে বিশিষ্ট সাংবাদিক ও কবি সাহিত্যিক সরকার অরুন যদুর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী আনছারী, রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক মোহাম্মদ আলী মন্ডল এটম, রমেশ চন্দ্র সরকার, খন্দকার আরিফ ও রবিউল ইসলাম রাজু, সেকেন্দার আলী লিমন প্রমূখ। বক্তারা বলেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে তাই সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এছাড়া অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার অপর খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচার কার্যকর করতে হবে এবং সেই সাথে দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা দিয়ে সুরক্ষা দেয়ার জন্য অন্তর্বতী সরকারের কাছে জোর দাবী জানিয়েছে।#
মোহাম্মদ আলী মন্ডল (এটম)
রাজারহাট, কুড়িগ্রাম।
মোবাইলঃ ০১৭১৭-৯২৮০০৯.
তারিখঃ ১৪-০৮-২০২৫
ছবি সংযুক্ত