ঢাকাবৃহস্পতিবার , ১২ জুন ২০২৫
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

১৮তম শিক্ষক নিবন্ধনের ফলাফল পুনর্বিবেচনার দাবি, রোববার এনটিআরসিএ ভবনে অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি

SB News Desk
জুন ১২, ২০২৫ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভা থেকে বাদ পড়া চাকরিপ্রত্যাশীরা ফলাফল পুনর্বিবেচনার দাবি জানিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিরপেক্ষতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে সাত দফা দাবি উত্থাপন করেন তারা।

বুধবার (১১ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে এবং অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে চাকরিপ্রত্যাশীরা বলেন, তাদের দাবি মেনে না নেওয়া হলে আগামী রোববার (১৫ জুন) এনটিআরসিএ ভবনে অবস্থান কর্মসূচি পালন করবেন।

ভাইভা থেকে বাদ পড়া প্রার্থীরা অভিযোগ করেন, প্রায় ২৩ হাজার চাকরিপ্রত্যাশী বৈষম্য ও জুলুমের শিকার হয়েছেন। অনেকেই ভাইভা বোর্ডে সব প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরও অনুত্তীর্ণ হয়েছেন বলে দাবি তাদের।

তাদের উত্থাপিত সাত দফা দাবি হলো:

১. ভাইভা পরীক্ষার ফলাফল পুনর্বিবেচনা করতে হবে।
২. বিভিন্ন বোর্ডে পাশের হারে চরম বৈষম্য কেন? কোথাও ৩০ জনের মধ্যে মাত্র ১ জন পাস, আবার কোথাও ২৭ জন! এর সুষ্ঠু সমাধান চাই।
৩. পূর্ববর্তী পরীক্ষাগুলোর তুলনায় এবারের পাশের হার অস্বাভাবিকভাবে কম।
• ১৬তম ও ১৭তম পরীক্ষায় পাশের হার ছিল যথাক্রমে ৯২.১৫% ও ৯৫.২%,
• অথচ ১৮তম পরীক্ষায় মাত্র ৭২%।
• আরবি প্রভাষক ও সমাজবিজ্ঞান প্রভাষকের পাশের হার ছিল মাত্র ৫৩.৪৭% ও ৫২.১%।
এই হার এত কম কেন—এর ব্যাখ্যা চাই।

4. এ বছরের লিখিত প্রশ্ন ছিল ব্যতিক্রমধর্মী ও কঠিন, বিকল্প অপশন ছাড়াই। তাই সবাইকে ভাইভা সনদ দেওয়ার দাবি জানাচ্ছি।
5. ফলাফলে বিস্তর তারতম্য ও অনিয়ম লক্ষ্য করা গেছে, যা ন্যায্যতা ও নিরপেক্ষতার প্রশ্ন তোলে।
6. ফলাফল প্রক্রিয়ায় কোনো অসংগতি বা ত্রুটি হয়েছে কি না, তা তদন্ত করে সুরাহা করতে হবে।
7. ভাইভা ফলাফল পূনরায় সঠিকভাবে পর্যালোচনা করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

তারা আরও জানান, দাবি মানা না হলে আগামী ১৫ জুন (রোববার) এনটিআরসিএ ভবনে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং এই আন্দোলন আরও বিস্তৃত আকারে গড়ে তোলা হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।