ঢাকাবৃহস্পতিবার , ২৯ মে ২০২৫
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামের রৌমারীতে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা: আত্নরক্ষার্থে ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ। আটক ২জন: আহত ২ পুলিশ সদস্য

SB News Desk
মে ২৯, ২০২৫ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের রৌমারীতে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা করে মাদক ব্যবসায়ীদের চক্র। এসময় দুজন পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ আত্নরক্ষার্থে ০৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। দুজন মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করতে সক্ষম হয় পুলিশ। মঙ্গলবার ২৭ মে সকাল সাড়ে ৬টার উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগারচর গ্রামে এই৷ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রী নন্দলাল চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ যাদুরচর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড এর আলগার চর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন,মানিক মিয়া,ইসমাইল, এরশাদের বসতবাড়ীতে অভিযান চালায়।এসময় বসতবাড়ীতে তল্লাশি করে সাড়ে চার কেজি গাঁজা,তিন হাজার পঁয়তাল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট ,চারটি ১০০ রুপির নোট, ৪০০ ইন্ডিয়ান রুপি,৩ টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করে। অভিযানের সময় মানিক ও আনোয়ারকে আটক এবং জব্দকৃত মালামাল সহ আসামিদের বসতবাড়ি হতে বের হয়ে রাস্তায় আসার সময় গ্রেফতারকৃত আসামির আত্মীয়-স্বজন ও এলাকাবাসী গ্রেফতারকৃত আসামিদের ছিনিয়ে নেওয়ার জন্য দেশীয় অস্ত্র লাঠি, শোঠা, হাসুয়া, কাঁচি, চাপাতি নিয়ে পুলিশের উপর অতর্কিত ভাবে ইটপাটকেল ছুড়ে হামলা করে।এক পর্যায়ে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে পুলিশ আত্ম রক্ষার্থে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ০৮ রাউন্ড শর্টগানের রাবার বুলেট নিক্ষেপ করে।
এসময় ঘটনাস্থলে হামলার স্বীকার হয়ে আহত হয়েছেন, এএসআই মনির হোসেন, কনস্টেবল রাকিবুল। আহতদের রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ০৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এসময় মানিক, আনোয়ারকে গ্রেফতার করা হয়েছে। অপর দুজন মাদক ব্যবসায়ী ইসমাইল, এরশাদ পলাতক রয়েছে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।