ঢাকাশুক্রবার , ১৬ মে ২০২৫
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কু‌ড়িগ্রা‌মে বজ্রপাতে গবাদিপশু সহ গৃহবধূর মৃত্যু

মোঃএরশাদুল হক, এসবি নিউজ
মে ১৬, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌র উপজেলায় বজ্রপাতে শ্রীমতি চা‌মে‌লি রাণী (৪০) না‌মে এক গৃহবধূর মৃত্যু হ‌য়ে‌ছে।

আজ শুক্রবার (১৬ -মে) সকাল ১১:০০ টার দি‌কে উলিপুর উপ‌জেলার ধরণী বা‌ড়ি ইউনিয়‌নের মধুপুর ক্লি‌নি‌কের পাড় এলাকায় এ ঘটনা ঘ‌টে।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, বেলা ১১টার দি‌কে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ওই গ্রা‌মের মদন চ‌ন্দ্রের স্ত্রী শ্রীমতি চা‌মেলী রাণী খ‌ড়ের গাদা থে‌কে গরু গোয়াল ঘ‌রে আন‌তে যান।

এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থ‌লেই তার মৃত্যু হয় এবং গরুটিও মারা যায়।

শ্রীমতি চা‌মে‌লি রাণী দুই সন্তা‌নের জননী ব‌লে জানা গে‌ছে।
উলিপুর থানার ওসি ‌জিল্লুর রহমান ব‌লেন, ‘ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।