কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওয়ায় কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে কুড়িগ্রাম খামারবাড়ি এসসিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে তেল ফসল উৎপাদনকারী সেরা ৫ কৃষককে পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন -কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুলাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশিক্ষণ অফিসার ড. মোঃ মামুনুর রহমান ও অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ আসাদুজ্জামান, জাতীয় ইংরেজি দৈনিক পত্রিকা ‘দি এশিয়ানএজ’ এর রংপুর ব্যুরো প্রধান ও দৈনিক কালবেলা’র জেলা প্রতিনিধি সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, সাংবাদিক মোঃ ইউনুস আলী,শ্যামল ভৌমিক, বাদশাহ সৈকত, ওয়াহিদুজ্জামান তুহিন, সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অনান্য সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য কুড়িগ্রাম জেলার ৪ উপজেলার মনোনীত ১২৫ জন কৃষক সফল হয়েছে। এদের মধ্যে থেকে ৫ জন সেরা কৃষক হিসেবে নির্বাচিত করে তাদেরকে পুরস্কার হিসেবে আর্থিক সম্মানী প্রদান করা হয়।
তেলজাতীয় ফসল উৎপাদনে কুড়িগ্রাম জেলাকে স্বয়ংসম্পূর্ণ করতে প্রকল্পটি ২০২০-২০২১ অর্থবছর হতে জেলার কুড়িগ্রাম সদর, উলিপুর, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলায় চলমান রয়েছে।