ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

নারীদের দক্ষতা উন্নয়নে জেলা প্রশাসনের উদ্যোগে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
অক্টোবর ৮, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে জেলার ভুরুঙ্গামারীতে জেলা পরিষদ কুড়িগ্রামের অর্থায়নে দুর্গম চরাঞ্চলের অসহায় দরিদ্র উদ্যোক্তা নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।প্রশিক্ষণে চরাঞ্চলের অর্ধশতাধিক নারী অংশ নেয়।

বুধবার (০৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে শিলমুড়ী ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয় কক্ষে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী (অ:দা:) মিজানুর রহমান, ভুরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যাপক আব্দুল বারী, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, শিলমুড়ি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ইউপি সদস্য শফিকুল ইসলাম।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান, মহিলা বিষয় কর্মকর্তা জয়ন্তী রানী, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম মিঠু, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন প্রমুখ।

বক্তব্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম বলেন,চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে সকল প্রকার সহযোগিতা থাকবে বলে জানান।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।