ঢাকাবৃহস্পতিবার , ২৯ মে ২০২৫
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

পুশইনে ব্যর্থ হয়ে ককটেল ফাটিয়ে নাগরিকদের নিয়ে গেল বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি
মে ২৯, ২০২৫ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে নাগরিকদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের বাধায় বিএসএফ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদের নিয়ে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

বুধবার (২৮ মে) রাত আনুমানিক ৯টা ৫০মিনিটে উপজলার রৌমারী সদর ইউনিয়নের চান্দারচর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

রৌমারী সদর ইউনিয়নের ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, বুধবার রাতে চান্দারচর সীমান্তের ১০৬৪ মেইন পিলারের গাভগাছের কাছে দিয়ে ভারতের আসাম রাজ্যের শাহাপাড়া বিওপির বিএসএফ কিছু নাগরিকদের ধরে এনে পুশইন করার দৃশ্য দেখে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাবাসী চিৎকার করছিল।

পরে আর পুশইন করতে না পেরে ককটেল বিস্ফোরণ করে চলে যায় বিএসএফ।

তিনি আরও বলেন, পুশইনে ব্যর্থ হলেও হয়তোবা রাতে যেকোনো সময় সীমান্ত দিয়ে পুশইন করে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দিতে পারে।

চান্দারচর সীমান্তের স্থানীয় বাসিন্দা মামুন বলেন, সীমান্তে হঠাৎ বিকট শব্দ হয়। পরে ঘর থেকে বের হয়ে দেখি সাদা ধোঁয়া উঠছে। গ্রামের আশপাশের লোকজন ছুটে এসে সীমান্তে জড়ো হয়েছিল। পরে দেখতে পাই সীমান্তের ওপারে বিএসএফ কিছু নাগরিকদের এনে তাদের রাস্তায় রেখেছে।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে বিজিবি সদস্যরা এসে আমাদের সীমান্ত এলাকায় না থাকার জন্য অনুরোধ করলে পরে আমরা বাড়ি চলে যাই।

রৌমারী সদর কোম্পানি কমান্ডার সুবেদার সোহেল রানা বলেন, আমাদের বিজিবির টহল সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সীমান্তের ওপারে বিএসএফের কয়েকটি গাড়ি এসে কাঁটাতারের কাছে দাঁড়ানো ছিল। এ নিয়ে বাংলাদেশের গ্রামবাসী হৈ-হুল্লোড় করে। তবে পুশইনের মতো কোনও ঘটনা নয়। এ ছাড়া বিএসএফ ককটেল বিস্ফোরণ করেনি।

তিনি আরও বলেন, আমরা সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা ডিউটি করছি। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।#

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।