ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

ভূরুঙ্গামারীতে কবরস্থান থেকে গলায় ওড়না পেঁচানো নারীর মরদেহ উদ্ধার

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি
জুলাই ১, ২০২৫ ১২:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের তিন দিন পর একটি কবরস্থান থেকে সুমি বেগম (৩৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) সকালে জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের একটি কবরস্থানে ঘটনাটি ঘটে।

নিহত সুমি বেগম ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক গাজিউর রহমান মাস্টারের মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা এবং কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানায় পরিবার।

সকাল সাড়ে ৮টার দিকে এক নারী লাউ তুলতে গিয়ে একটি পাকা কবরের দেয়ালের ফাঁকে মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের গলায় ওড়না পেঁচানো ছিল এবং মুখমণ্ডলে ছিল আঘাতের চিহ্ন—যা হত্যার আশঙ্কা জাগায়।

সুমির ভাই মঞ্জুরুল ইসলাম জানান, “গত ২৭ জুন বিকেলে বোন নিখোঁজ হয়। মানসিক ভারসাম্যহীন হওয়ায় আমরা খুব একটা গুরুত্ব দেইনি। আজ তার মরদেহ এভাবে দেখে আমরা স্তব্ধ।”

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “মরদেহের গলায় ওড়না পেঁচানো ছিল। ঘটনাটি সন্দেহজনক হওয়ায় এটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্তে প্রয়োজনে নিহতের মোবাইল কললিস্ট, পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্ক খতিয়ে দেখা হবে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।