ঢাকারবিবার , ৬ জুলাই ২০২৫
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

ভূরুঙ্গামারীতে শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি হাফেজ, সাধারণ সম্পাদক রঞ্জু

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি
জুলাই ৬, ২০২৫ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

  1. কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জেলা ট্রাক-ট্যাংকলড়ী, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভূরুঙ্গামারী মহিলা কলেজে ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে শনিবার দিবাগত রাতে ফলাফল ঘোষণা করা হয়।

প্রকাশিত ফলাফলে জানা গেছে, ভূরুঙ্গামারী উপজেলা উপ-কমিটির সভাপতি পদে হাফেজ আলী চেয়ার প্রতীকে ৬৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়বর আলী ছাতা প্রতীকে ৪৩২ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে রঞ্জু মিয়া হেলিকপ্টার প্রতীকে ৭১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মমিনুল হক মমিন ট্রাক্টর প্রতীকে ৩১৮ ভোট পেয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে মিঠু মিয়া ও ফজল হক, সহ-সাধারণ সম্পাদক পদে হাছেন আলী ও আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক পদে নাজমুল হক, অর্থ সম্পাদক পদে শফিকুল ইসলাম মন্ডল, সড়ক সম্পাদক পদে মানিক মিয়া ও শেখ ফরিদ, দপ্তর সম্পাদক পদে হানিফুর রহমান ভুট্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে গোলাপ উদ্দিন, কল্যাণ, ধর্ম ও ক্রীড়া সম্পাদক পদে তোফাজ্জল হোসেন মোফা ও কার্য নির্বাহী সদস্য পদে এমদাদুল হক লিটন ও শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আসাদুল হক। প্রিজাইডিং অফিসার ছিলেন অ্যাডভোকেট আব্দুস সালাম। সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সজিবুর রহমান সজিব, আলাউদ্দিন সরকার, রইচ উদ্দিন বাদশ ও মিজানুর রহমান নান্নু।

সংগঠনটির মোট ভোটার ১ হাজার ২৩৩ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ১ হাজার ১২৩ জন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।