ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

রাজারহাটে এনসিপির পথসভা অনুষ্ঠিত

Link Copied!

এমএ মন্ডল এটম, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার রাজারহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা অনুষ্ঠিত হয়েছে। এনসিপি পথসভাকে কেন্দ্র করে সকাল থেকে ছাত্র জনতার ঢল নামে রাজারহাটে। দেশ ব্যাপি তাদের কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা সদরের সোনালী ব্যাংক চত্তরে এই পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন দলটির মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আবদুল্লাহ,সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সচিব ডা.তাসনিম জারা, মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী এবং যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ প্রমূখ। নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা কারো চিরস্থায়ী নয়, যারা সন্ত্রাস দুর্নীতির পক্ষ নেবে তাদের বিরুদ্ধে আবারো গণঅভ্যুত্থান হবে। নতুন দেশ গড়ার সংগ্রামে এনসিপি রাজারহাট বাসীকে সাথে চাই।
রাজারহাটের পথসভা শেষে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন এনসিপির নেতারা।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।