কুড়িগ্রামের রাজারহাটে গরু বাঁচাতে ট্রেনের নিচে কাঁটা পড়ে প্রাণ গেল এক বৃদ্ধের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, সোমবার (২৬মে) সন্ধ্যা সোয়া ৬ টায় রাজারহাট- তিস্তা রেল সড়কের মন্ডলের বাজার নামক স্থানে। এলাকাবাসী ও পুলিশ জানান, উপজেলার সদর ইউনিয়নের দেবীচরণ গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে আব্দুল খালেক (৬৮) প্রতিদিনের ন্যায় সোমবার(২৬মে) বিকালে মন্ডলের বাজার নামক এলাকায় গরুকে ঘাস খাওয়াতে আসেন। বিকাল পৌনে ৬ টায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম-পার্বতীপুরগামী রমনা লোকাল ৪২১ডাউন ট্রেনটি রাজারহাট রেল স্টেশন ছেড়ে আসলে আব্দুল খালেক লাইনের উপর গরু বাঁচাতে ছুটে যান। এসময় পা পিছলে লাইনের উপর পড়ে গেলে রমনা লোকাল ট্রেনটির নিচে কাঁটা পড়ে লাশ ছিন্নবিছিন্ন হয়ে যায়। এলাকাবাসী ও পরিবারের লোকজন এসে লাশের টুকুরো গুলো উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ তছলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আব্দুল খালেকের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।