সোনালী ব্যাংক পিএলসি কুড়িগ্রামের রাজারহাট শাখার স্থানান্তরিত নতুন ভবন ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ মে) সকাল ৯টায় রাজারহাট-তিস্তা রোড নতুন ভবনে সোনালী ব্যাংক পিএলসি শাখার উদ্বাধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি রংপুর জোনাল অফিসের জেনারেল ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের ডিপুটি জেনারেল ম্যানেজার মোঃ মামুনুর রশিদ হেলালী, ম্যানেজার হাসান শহীদ মোঃ গোলাম সরোয়ার, রাজারহাট শাখার ম্যানেজার মোঃ শরিফুল আজম, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, সুধীজন ও গ্রাহকবৃন্দ। প্রধান অতিথি রাজারহাট সোনালী ব্যাংক পিএলসি একটি মডেল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এর আগে রাজারহাট বাজারের ট্রাফিক মোড়ে সোনালী ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করছিলেন। এখন থেকে সকল গ্রাহককে রাজারহাট বাজার থেকে ২শ গজ পশ্চিমে তিস্তা রোডের দক্ষিনে দ্বিতীয় তলায় গ্রাহকসেবা গ্রহন করার জন্য রাজারহাট শাখার ম্যানেজার অনুরোধ করেছেন। শেষে এক মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়।