কুড়িগ্রাম জেলায় ২০২৪-২৫ অর্থ বছরের সরকারি যাকাত ফান্ডের আওতায় চর অধ্যুষিত, নিম্ন আয়ের, অসহায়, দরিদ্র মানুষদের যাকাতের চেক বিতরণ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
রবিবার (১৮ মে) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ৮ জন অসহায়, দরিদ্র মানুষের হাতে যাকাতের চেক তুলে দেন ডিসি নুসরাত সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন, কুড়িগ্রাম জেলা শাখার উপপরিচালক আবদুর রাজ্জাক রনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক নাহিদ হাসান, দৈনিক কালবেলা ও এশিয়ান এজ’র রংপুর ব্যুরো চীফ সাইয়েদ আহমেদ বাবু সহ অনান্য সাংবাদিক বৃন্দ।
এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।