স্বপ্ন গড়ি, সাহস লড়ি, দেশের কল্যানে কাজ করি’ -এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে কুড়িগ্রামে ‘জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ফুলকুঁড়ি মিলনায়তন হল রুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোছাঃ সোহেলী পারভিন,কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ গোলেনুর বেগম,সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু,এস এম আশরাফুল হক রুবেলসহ অনান্যরা।
সভায় ব্যক্তারা বলেন, একটা সময় ছিলো যখন কন্যা শিশুর চেয়ে পুত্র শিশু বেশি চাইত পিতা-মাতারা। কন্যার শিশু জন্মগ্রহণে খুশি হতো না পিতা মাতারা। কন্যা শিশুর চেয়ে পুত্র সন্তানকে পরিবারে গুরুত্ব দেয়া হতো বেশি।তবে সময় বদলেছে, তার সাথে পরিবর্তন হয়েছে পিতামাতার চিন্তা ধারা। নানারকম বাধা-বিঘ্ন পেরিয়ে কন্যা শিশুরা এখন পুত্র সন্তানের মতো সমানতালে পরিবারে, সমাজে ও রাষ্ট্রে অবদান রেখে চলেছে। কন্যা সন্তানও বৃদ্ধ পিতা-মাতার অসহায় জীবনে সহায় হয়ে দেখা দিচ্ছে। ক্ষেত্রবিশেষে পুত্র সন্তানের চেয়ে বাবা-মার প্রতি বেশি গুরুদায়িত্ব পালন করছে কন্যারা।

