ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. ইতিহাস
  2. উলিপুর উপজেলা
  3. এসবি পডকাস্ট (বিভাগ ভিত্তিক)
  4. কুড়িগ্রাম
  5. কুড়িগ্রাম সদর উপজেলা
  6. খুলনা বিভাগ
  7. চট্টগ্রাম বিভাগ
  8. চাকরি
  9. চিলমারী উপজেলা
  10. জাতীয়
  11. ঢাকা বিভাগ
  12. নাগেশ্বরী উপজেলা
  13. নারী
  14. প্রযুক্তি
  15. ফুলবাড়ী উপজেলা
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র মহিলাদের মাঝে সেলাই/হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি
জুলাই ৩১, ২০২৫ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের অসহায় দরিদ্র উদ্যোক্তা মহিলাদের মাঝে সেলাই/হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাকেন্দা খান পাড়া উচ্চ বিদ্যালয় কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা সৈফুর রহমান মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আজগার আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন মিয়া, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু ও মাসুদ রানা, যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর সহ প্যানেল চেয়ারম্যান রহিমুদ্দিন হায়দার রিপন প্রমুখ।

প্রশিক্ষণে যাত্রাপুর ও ঘোগাদহ দুই ইউনিয়নের ৪১ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। এদের মধ্যে ২০ জন সেলাই প্রশিক্ষণ ও ২১ জন হস্তশিল্প প্রশিক্ষণ নিচ্ছে।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, চরের নারীদের জীবনমান উন্নয়নে আমরা সরকারী-বেসরকারী সহ এনজিও সংগঠনের মাধ্যমে আরও প্রশিক্ষণের ব্যবস্থা করবো। এক্ষেত্রে নারীদের প্রশিক্ষণমুখী হয়ে নিজেদের বেকারত্ব দূরীকরণে সচেষ্ট হতে হবে। আমরা তাদের সবধরনের সহযোগিতা করার চেষ্টা করবো। এনজিও সংগঠন সহ দাতা গোষ্ঠীর প্রতি আহবান জানাই তারা যেন এসব অসহায় মানুষদের উন্নয়নে কাজ করে।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।