কুড়িগ্রামে ধরলা নদীতে বড়শির টোপে ধরা পড়লো ৭ কেজি ওজনের চিতল মাছ।ফুলবাড়ি উপজেলার শাহ বাজার এলাকার মোঃ তোফাজ্জল পোদ্দার (৫২) চিতল মাছটি শিকার করেন।মাছটি দেখতে শতশত উৎসুক জনতা নদী পাড়ে ভিড় জমায়।
বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম সাহেব বাজার এলাকায় ধরলা নদীতে এ বিরাট মাছটি বড়শিতে ধরা পড়ে।
মৎস্য শিকারী তোফাজ্জল পোদ্দার জানান, ছোটবেলা থেকে বড়শি দিয়ে মাছ ধরা তার সখ। তিনি সুযোগ পেলেই বড়শি নিয়ে বেরিয়ে পড়েন মাছ ধরতে। সখের বসে বৃহস্পতিবার সাহেব বাজার এলাকায় ধরলা নদীতে দুইটি ছিপ পাতেন তিনি। কিন্তু দীর্ঘক্ষণ বসে থেকেও কোনো মাছ শিকার করতে পারেননি তিনি। বিকেল বেলা নিরাশ হয়ে বাড়ি ফিরবেন, ঠিক এমন সময় মাছ টোপ গিলে সুতায় টান দেয় মাছটি। অনেক আশা নিয়ে ছিপ ধরে টান দেন শিকারী তোফাজ্জল। আশা পূরণ করে বড়শিতে আটকে যায় বিরাট এক চিতল মাছ। এরপর প্রায় এক ঘণ্টা চলে শিকারী আর মাছের খেলা। অবশেষে শিকারীর কৌশলের কাছে হার মেনে বড়শিতে উঠে আসে ৭ কেজি ওজনের বিরাট চিতল মাছ।
প্রত্যক্ষদর্শী মাহফুজার রহমান, জাহাঙ্গীর আলম, আবুল হোসেন বলেন, বড়শিতে মাছটি আটকানোর পর নদীর পাড়ে এক অপরূপ দৃশ্যের সৃষ্টি হয়। মাছ যখন সুতা টান দেয় শিকারী তখন সুতা ছেড়ে দেন। আবার মাছ যখন একটু নিস্তেজ হয় তখন শিকারী সুটা টেনে মাছটিকে কাছে এনে ধরার চেষ্টা করেন। এভাবে অনেকক্ষণ পর শিকারী মাছটি ধরতে সক্ষম হন। তারা আরও বলেন, তোফাজ্জল মাছ ব্যবসায়ী নন। তিনি মাছটি বিক্রি করবেন না বলে জানিয়ে দেন। কিন্তু স্থানীয় লোকজনের জোরাজোরিতে পরে মাছটি নয় হাজার টাকায় বিক্রি করলেও তিনি একভাগ নিজে খাওয়ার জন্য রেখে দেন।
এ প্রসঙ্গে শাহবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তহিদুল হক পোদ্দার বলেন, শখের বসে বড়শি নিয়ে গিয়ে তোফাজ্জল বড় একটা চিতল মাছ শিকার করেছে। মাছটি দেখতে দূর-দুরান্ত থেকে শতশত মানুষ ভিড় জমিয়েছে।