কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিন সীমান্ত দিয়ে ২৩ জন নারী পুরুষকে পুশ ইন করেছে বিএসএফ। মঙ্গলবার ২৭ মে ভোর চারটার দিকে ভূরুঙ্গামারীর তিনটি সীমান্ত এলাকা দিয়ে এসব নাগরীককে পুশ ইন করে বিএসএফ।
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ঠেলেদেয়া ২৩ জন কোন দেশের নাগরীক তা এখনো নিশ্চিৎ হওয়া যায়নি। এসব নাগরীক বিজিবি কেদার , সোনাহাট ও বাবুরহাট ক্যাম্পের হেফাজতে রয়েছে।
এছাড়াও কুড়িগ্রাম-২২বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মাহাবুব উল হক বলেন, ২৩ নাগরিককে পুশইন করার ঘটনা ঘটেছে।তবে তারা কোন দেশের নাগরীক তা এখনো নিশ্চিৎ হওয়া যায়নি।
এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “পেজ দ্যা নিউজ” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।