“আমার চোখে জুলাই বিপ্লব” প্রতিপাদ্যে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে অংশমূলক আইডিয়া প্রতিযোগিতার জেলা পর্যায়ে আইডিয়া বাস্তবায়নের জন্য কুড়িগ্রাম জেলা পরিষদে মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) সকাল ১১ টায় কুড়িগ্রাম জেলা পরিষদের আয়োজনে প্রধান নির্বাহী কর্মকর্তার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম।
সভায় তিনি বলেন, স্হানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন জুলাই গণঅভ্যুত্থান স্মরণে অংশগ্রহনে আইডিয়া প্রতিযোগিতার আজকে মূল্যায়ন সভা অনুষ্ঠিত হলো। মূল্যায়ন পর্বের আগে আমরা গত ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র -ছাত্রী,মাধ্যমিক- উচ্চমাধ্যমিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী,যুব ক্লাব, স্কাউট রোভার ও সাংস্কৃতিক সংগঠন সদস্যগণের কাছ থেকে “আমার চোখে জুলাই বিপ্লব” জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া আহ্বান করছিলাম। গতকাল পর্যন্ত ১৬১ টি আইডিয়া পেয়েছি বিভিন্ন সংগঠন থেকে। মূল্যায়নের মানদণ্ডের ভিত্তিতে বেস্ট সিলেকশন করে আহ্বায়ক ও আমাদের অভিভাবক জেলা প্রশাসক মহোদয়ের সাথে ফাইনাল করা হবে।
এসময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক কার্যালয়,কুড়িগ্রাম সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ,সহকারী কমিশনার জিনাত সুলতানা, সহকারী জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী,যুব উন্নয়ন সহকারী পরিচালক শ্যামল কুমার দাস, জেলা পরিষদ সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান।

